নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ শুক্রবার বিকেলে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৪ জন নিহত ২০ জন আহত হওয়ার ঘটনায় মাগুরা সদর থানা পুলিশ রাতে ৪ জনকে গ্রেফতার করেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশী টহল চলছে। শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায় চাঞ্চল্যকর নানা তথ্য।
সদর উপজেলার জগদল ইউপির দক্ষিণ জগদলের দমদুমা পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত এলাকায় দুই দলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১০ বছরে উক্ত এলাকায় মোট ৮ জন খুন হয়েছে। এলাকাবাসী বলেন, ১০ বছর আগে এই এলাকায় সামাজিক বিরোধকে কেন্দ্র করে ৪ জন নিহত হয়েছিল। এবার সামাজিক বিরোধের সঙ্গে আসন্ন জগদল ইউপির মেম্বার পদে নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র এই ঘটনা ঘটেছে। আগামী ১১ নবেম্বর ২০২১ অনুষ্ঠিতব্য মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের নির্বাচনে সামাজিক দলাদলি সূত্রে বর্তমান ইউপি সদস্য নজরুল ইসলামের বিপক্ষে স্থানীয় অপর সামাজিক দলের নেতা সবুর মোল্লা সৈয়দ আলী হাসানকে প্রার্থী করাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে জগদল মাঝিপাড়া দমদুমা এলাকায় এই সংঘর্ষ বেধে যায়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল আলম জানান, পুলিশ রাতে ৪ জনকে গ্রেফতার করেছে। এলাকায় পুলিশী টহল চলছে।