ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ থেকে স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু

প্রকাশিত: ২৩:১৮, ১৪ অক্টোবর ২০২১

আজ থেকে স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু

স্টাফ রিপোর্টার ॥ করোনা প্রতিরোধে আজ বৃহস্পতিবার স্কুল শিক্ষার্থীদের (১২ থেকে ১৭ বছর বয়সীদের) পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হবে। এ তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বুধবার এক ফেসবুক লাইভে এসে বলেন, প্রাথমিকভাবে ৫০ থেকে ১০০ শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছিলেন শিশুদের টিকা দিতে হবে। সে লক্ষ্যে কাজ করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর জানাতে চাচ্ছি যে, বৃহস্পতিবার দুপুর ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজে আমরা এই টিকার একটি টেস্ট রান শুরু করব। তবে এই টিকাগ্রহীতাদেরও পর্যবেক্ষণে রাখা হবে জানিয়ে তিনি বলেন, আপনারা এর আগেও দেখেছেন, আমরা যে কোন টিকা দেয়ার আগে একটি টেস্ট রান করি। এরপর কিছুদিন পর্যবেক্ষণ করি এবং তারপর ফাইনাল কাজে নামি।
×