ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ হাসিনা নিজে স্বপ্ন দেখেন, অন্যকে দেখান ও বাস্তবায়ন করেন ॥ ইন্দিরা

প্রকাশিত: ০১:১৫, ২৯ সেপ্টেম্বর ২০২১

শেখ হাসিনা নিজে স্বপ্ন দেখেন, অন্যকে দেখান ও বাস্তবায়ন করেন ॥ ইন্দিরা

বিশেষ প্রতিনিধি ॥ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে স্বপ্ন দেখেন, অন্যকে স্বপ্ন দেখান ও সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। সাহসী ও দূরদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী মেগা প্রকল্প বাস্তবায়ন করে প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর বিখ্যাত উক্তি, ‘আমাদের দাবায়ে রাখতে পারবা না’। তিনি জাতির স্বপ্ন পূরণ ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের চার বার ও বিশ্বের দীর্ঘসময়ের নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে নারী সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানদের মধ্যে আইকন। যার নেতৃত্বে বাংলাদেশ আজ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা মঙ্গলবার ঢাকায় বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব অডিটোরিয়ামে ‘এসডিজি অগ্রগতি পুরস্কারে ভূষিত : মুকুট মণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
×