ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভাসানচর থেকে পালিয়ে আসা ১১ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ১৬:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২১

ভাসানচর থেকে পালিয়ে আসা ১১ রোহিঙ্গা আটক

সংবাদদাতা, উখিয়া ॥ ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা ১১ রোহিঙ্গাকে আটক করেছে করেছে ১৪ এপিবিএন। শুক্রবার রাতে উখিয়া কুতুপালং মধুরছড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প নং ৩, ব্লক নংডি-৩, এফসিএন নং১৯১৫২৯এর ইসমাইল হোসেনের আশ্রয় কক্ষ থেকে তাদের আটক করা হয়। ক্যাম্প পালানো ও আটক রোহিঙ্গারা হচ্ছে-আয়াত উল্যা, ব্লক নং ডি-৩, ক্যাম্প নং৩, ভাসানচরের ঠিকানা-ক্লাস্টার নং ৫৪, ঘর নংকে-১৪, সাব মাঝি মোস্তাক, তার মিনারা বেগম, মেয়ে দিল খায়াজ, ইমতিয়াজ বিবি, আরফা, আয়েশা ছিদ্দিকা, জিয়াবত উল্লাহ, দ্বীন মোহাম্মদ, সামছুন নাহার, মোকারমা, রোকিয়া বিবি। বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান ১৪ এপিবিএন অধিনায়ক এসপি নাঈমুল হক জানান, ভাসানচর হতে ১১ জন রোহিঙ্গা পালিয়ে এসে তাদের পিতা ও ভাগিনার ঘরে অবস্থান করছে অবহিত হয়ে দ্রুত অভিযান পরিচালনা করে ভাসানচর হতে পলাতক ১১ রোহিঙ্গাকে আটক করা হয়।
×