ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাবনায় জমি নিয়ে বিরোধে কৃষক খুন

প্রকাশিত: ০০:১১, ২১ সেপ্টেম্বর ২০২১

পাবনায় জমি নিয়ে বিরোধে কৃষক খুন

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে কৃষক মোজাহার সরদার (৬৫) নিহত হয়েছে। রবিবার রাতে সদর উপজেলার চরশিবরামপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে কয়েক বছর ধরে ভ‚মিহীনদের জমি নিয়ে গ্রামের মোজাহার সরদার ও মোস্তফা হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল। এলাকাবাসী ও তার পরিবারের দাবি মোস্তফা হোসেনই তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জানান হিহতের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে। সদর থানায় মামলা হয়েছে আসামি ধরতে পুলিশী অভিযান চলছে বলেও তিনি জানান। সাভারে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভারে আলী রাজ (২১) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। আলী রাজ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দুর মানিকনগর গ্রামের আল-আমিন কাজীর ছেলে। সিরাজগঞ্জে অস্ত্র গুলিসহ যুবক গ্রেফতার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ছিনতাই, বিস্ফোরক আইনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একাধিক মামলার আসামি ফয়সাল হোসেনকে (২৯) গ্রেফতার করেছে সিরাজগঞ্জ থানা পুলিশ। পরে তার নিকট থেকে একটি টু-টু বোরের স্বয়ংক্রিয় রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোমবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য দেন। গ্রেফতার ফয়সালের বাড়ি শহরের দিয়ার ধানগড়া মহল্লায়। এর আগে ১৭ সেপ্টেম্বর শহরের বিভিন্ন মহল্লা থেকে ১১ জন ছিনতাইকারীকে আটক করে গোয়েন্দা ও সদর থানা পুলিশ।
×