ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চেন্নাইয়ের জয়ে শুরু আইপিএলের দ্বিতীয় পর্ব

প্রকাশিত: ০০:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২১

চেন্নাইয়ের জয়ে শুরু আইপিএলের দ্বিতীয় পর্ব

স্পোর্টস রিপোর্টার ॥ আমিরাতে জয় দিয়ে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করেছে চেন্নাই সুপার কিংস। রবিবার দুবাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। ৯ চার ও ৪ ছক্কায় ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের ৫৮ বলে অপরাজিত ৮৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোর গড়ে চেন্নাই। রবিন্দ্র জাদেজা ২৬ ও ডোয়াইন ব্রাভো করেন ২৩ রান। অধিনায়ক ধোনি আউট হন ৩ রান করে। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, এ্যাডাম মিলনে ও জাসপ্রিত বুমরাহ। জবাবে ৮ উইকেটে ১৩৬ রানে থামে মুম্বাইর সংগ্রহ। ৪০ বলে ৫ চারে সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত থাকেন সৌরভ তিওয়ারি। অধিনায়ক কাইরন পোলার্ড সাজঘরে ফেরেন ১৫ রান করে। ফিটনেস সমস্যার কারণে এই ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক ও দলের বড় তারকা রোহিত শর্মা। চেন্নাইয়ের হয়ে ডোয়াইন ব্রাভো ৩ ও দীপক চাহার নেন ২ উইকেট। দুর্দান্ত ইনিংসটির জন্য ম্যাচসেরা হয়েছেন গায়কোয়াড়। উল্লেখ্য, গত মার্চে ভারতে ভয়াবহ করোনার কারণে মধ্যপথে বন্ধ হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। অক্টোবরে টি২০ বিশ্বকাপের ঠিক আগে মরুর দেশে গ্যালারিতে দর্শক নিয়ে হচ্ছে ভারতের ঘরোয়া এ জমজমাট আসরের দ্বিতীয় পর্ব।
×