ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে ব্রয়লার মুরগীর দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা

প্রকাশিত: ১৬:০২, ১৮ সেপ্টেম্বর ২০২১

নীলফামারীতে ব্রয়লার মুরগীর দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে সবজির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে, ব্রয়লার, লেয়ার ও সোনালী মুরগীর দামও। গত এক সপ্তাহে ব্রয়লারের কেজিতে দাম বেড়েছে ৩০ টাকা। আজ শনিবার জেলা শহরের কিচেন মার্কেট ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহে ব্রয়লার প্রতি কেজি বিক্রি হয়েছিল ১২০ টাকা। এখন কেজিতে ৩০ টাকা বেড়ে তা বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা। পাইকারী বাজারে সোনালী মুরগী কেজিতে ২১০ টাকা। ৩০ টাকা বেড়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকা। এদিকে, লেয়ার মুরগীর পাইকারীতে ২১০ টাকায় কিনে তা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৩০-৪০ টাকা। প্রতি কেজিতে দাম বেড়েছে ৩০ টাকা। আবার ৩৬ টাকা হালির ডিম এখন ৪০ টাকা। একইভাবে সবজির দামও বেড়েই চলছে। ভাই ভাই পোল্ট্রি ফার্মের ব্যবসায়ী জীবন ইসলাম জানান, করোনায় গ্রাম পর্যায়ে খামারীরা ক্ষতিগ্রস্থ হওয়ায় সরবারহ জেলা বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি আলু প্রকার ভেদে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫ টাকা, পটল কেজিতে ৬ টাকা বেড়ে ৩০, ৩৫ টাকার পেয়াঁজ ৪৫ টাকা, শুকনো মরিচ প্রকার ভেদে ১৮০ টাকার স্থলে ২৫০, ৩৫ টাকার রসুন বিক্রি হচ্ছে ৫৫, পাইকারী বাজারে প্রতিকেজি শসা ৪৫ টাকায় কিনে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা, কুচ কুমড়ো প্রতি পিচ ১০ টাকা বেড়ে ৩০, চিচিঙ্গা ৬ টাকা বেড়ে ৩০, ঝিঙ্গা ১০ টাকা বেড়ে ৩০, কাঁচকলা প্রতি হালি ৫ টাকা বেড়ে ২৫ টাকা, পুঁই শাকের আঁটি ২০, কচুর লতি ২০, লালশাক ১৫ টাকা দামে বিক্রি হচ্ছে। এদিকে,সকালে কাঁচা মরিচ পাইকারী বাজারে ৬০-৬৫ টাকায় কিনে বিকালে খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছে ৭৫-৮০ টাকা।
×