ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের বন্ধনের ॥ শিক্ষা উপমন্ত্রী

প্রকাশিত: ০০:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের বন্ধনের ॥ শিক্ষা উপমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রক্তের বন্ধন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আর ভারতীয় হাই-কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত বাংলাদেশের মধ্যে যে অসাধারণ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, তা সব সময় থাকবে। দু’দেশের মধ্যে অর্থনৈতিক উন্নয়নেও সহযোগিতা বাড়ছে। শিক্ষা সংস্কৃতিসহ সব পেশার উন্নয়নে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে ভারত সহযোগিতা করছে, আগামীতেও করবে। খবর ওয়েবসাইটের। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) আয়োজিত আইটেক ডে ২০২১ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইন্ডিয়ান টেকনিক্যাল এ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটেক) প্রোগ্রাম-২০২১ উপলক্ষে আইটেক দিবস উদ্যাপনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা উপমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রক্তের বন্ধন। উপমন্ত্রী বলেন, আমাদের স্বাধীনতায় দু’দেশের যোদ্ধারা রক্ত বিলিয়ে দিয়েছেন। অনুষ্ঠানে ঢাকায় ভারতীয় হাইকমিশনের উর্ধতন কর্মকর্তা এবং আইটেক কর্মসূচীর আওতায় প্রশিক্ষণ পাওয়া বিভিন্ন এ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন।
×