ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছিনতাইকারী ধরতে গিয়ে জীবন গেল শ্রমিকের

প্রকাশিত: ২২:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০২১

ছিনতাইকারী ধরতে গিয়ে জীবন গেল শ্রমিকের

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কোতোয়ালি নৌপুলিশ ফাঁড়ি এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে জীবন দিলেন আলমগীর ব্যাপারী (৪০) নামে এক বালু শ্রমিক। বুড়িগঙ্গা নদীর মাঝে এ ঘটনা ঘটে। নিহত আলমগীরের ভাই শাহ আলম জানান, বৃহস্পতিবার ভোরে মিটফোর্ড বালুঘাট এলাকায় ছিনতাইকারীরা কয়েকজন ব্যবসায়ী ও পথচারীকে মারধর করে তাদের মালামাল লুট করতে থাকে। এ সময় ভুক্তভোগীরা চিৎকার করলে ছিনতাইকারীরা ট্রলার নিয়ে পালাতে থাকে। এ ঘটনা দেখে সেখানে উপস্থিত ঘাটশ্রমিকরা একটি ট্রলার নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে। একপর্যায়ে শ্রমিকরা ছিনতাইকারীদের ট্রলারটিকে নদীতে ব্যারিকেড দেয়। পরে ছিনতাইকারীরা শ্রমিক আলমগীরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ট্রলার নিয়ে কেরানীগঞ্জের দিকে চলে যায়। এ অবস্থায় সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। নিহত আলমগীর ব্যাপারী মিটফোর্ড বালুঘাট এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
×