ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোগীকে পরিবারের সদস্য ভেবে সেবা করুন ॥ ডাঃ শারফুদ্দিন

প্রকাশিত: ২২:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০২১

রোগীকে পরিবারের সদস্য ভেবে সেবা করুন ॥ ডাঃ শারফুদ্দিন

চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের সেবায় রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তাই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার সঙ্গে যারা জড়িত আছেন, তাদের সবাইকে স্যালুট জানাই। প্রত্যেক রোগীকে নিজ পরিবারের একজন সদস্য মনে করে চিকিৎসাসেবা দিতে হবে। রোগীদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। হাসিমুখে কথা বলতে হবে। রোগীদের রক্তচাপ পরিমাপ করাসহ যে ধরনের পরীক্ষা-নিরীক্ষা নিজ হাতে করা সম্ভব, সে ধরনের পরীক্ষা-নিরীক্ষা নিজ হাতে করতে হবে। বৃহস্পতিবার বিএসএমএমইউর এ ব্লক অডিটরিয়ামে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের মনোবল বৃদ্ধির জন্য দিকনির্দেশনামূলক বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। এদিকে উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ বৃহস্পতিবার সকালে হাসপাতাল রাউন্ড দেন এবং পাবলিক এ্যান্ড ইনফরমেটিকস বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এমপিএইচ ১০ম ব্যাচের থিসিস রিসেপশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সকল অনুষ্ঠানে বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, প্রিভেনটিভ এ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ শরীফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×