ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দীলতাজ রহমান

তিলকের মূল্য

প্রকাশিত: ২১:২৪, ১৭ সেপ্টেম্বর ২০২১

তিলকের মূল্য

রাজকুমারের মতো স্বপ্নে থাকে যে এক কুমার হাত ধরে তুলে নিয়ে যায় পঙ্খিরাজে এসে নিয়ে যায় মেঘ ছুঁয়ে দূর কোনো দেশে; ক্রমে পেছনে সরে যায় সাগর নদী অরণ্য পাহাড়, ভাসে না দু’জনের কারো চোখে আর দিকচক্রবাল- আশ্চর্য সেই এক পৃথিবীর সীমাহীন পথে শুরু যদি যাত্রার, তুমিই তবে সেই কুমার? রাজকন্যা নই, কিন্তু রাধার বৃত্তান্ত আমি জানি! জানি, শ্যামের বাঁশি কার জন্য বাজাতো মরমিয়া সুর! স্বর্ণ-চন্দনে এঁকে দেবো ও গৌর কপাল তিলকের মূল্যটুকু শুধু যদি রাখো হে কুমার! কী সাধে জোছনার সুধা পান করে চকোর প্রতিকলা ক্ষয়ে, বারবার জন্মেও জানে না মুগ্ধ চাঁদ; জানে না চন্দ্ররেণু মগ্ন ওই নক্ষত্র জড়ানো আকাশ। কিন্তু তুমি জেনেছো, আমার সমস্ত কবিতাজুড়ে বিচরণ তোমার, তাই কুমার, এটুকুও জেনে যাও, একটি ফুল কখনোই ফোটে না দু’বার!
×