ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছুটিতে ঢাকা ছাড়ার হিড়িক করোনার বিস্তার ঘটায়

প্রকাশিত: ০০:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২১

ছুটিতে ঢাকা ছাড়ার হিড়িক করোনার বিস্তার ঘটায়

স্টাফ রিপোর্টার ॥ গত বছরের মার্চ থেকে শুরু করে বিভিন্ন সময় দেয়া সাধারণ ছুটি ঘোষণা হতেই ঢাকা থেকে গ্রাম অভিমুখে মানুষের হিড়িকে করোনার বিস্তার ঘটিয়েছে বলে আইসিডিডিআরবিসহ ৭ প্রতিষ্ঠানের গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত গবেষণাপত্র খ্যাতনামা ব্রিটিশ সাময়িকী ‘ন্যাচার’-এ প্রকাশিত হয় বলে মঙ্গলবার আইসিডিডিআরবির সিনিয়র ম্যানেজার (কমিউনিকেশনস) এ কে এম তারিফুল ইসলাম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আইইডিসিআর,আইসিডিডিআরবি, আইদেশি, বাংলাদেশ সরকারের এটুআই প্রোগ্রাম, যুক্তরাজ্যভিত্তিক স্যাঙ্গার জিনোমিক ইনস্টিটিউট, হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ এবং ইউনিভার্সিটি অব বাথের বিজ্ঞানীদের যৌথ উদ্যোগে একটি জিনোমিক কনসোর্টিয়ামের আওতায় ২০২০ সালের মার্চ মাসে এ গবেষণা শুরু হয়। গবেষণায় বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের উদ্ভব, দেশব্যাপী করোনাভাইরাস বিস্তারে লকডাউনের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে জনসাধারণের চলাচলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রাথমিকভাবে ২০২০ সালের মার্চ-জুলাই অন্তর্বর্তীকালে দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত ৩৯১টি করোনাভাইরাসের জিনোম বিশ্লেষণ করা হয়। পরে কনসোর্টিয়াম নবেম্বর ২০২০ থেকে এপ্রিল ২০২১ এর মধ্যে সংগৃহীত আরও ৮৫টি সার্স-কোভ-২ নমুনা সংগ্রহ করে।
×