ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু রোধে করণীয়

প্রকাশিত: ২২:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২১

ডেঙ্গু রোধে করণীয়

১. জ্বর হওয়ার প্রথম দুই দিনের মধ্যে ডেঙ্গু পরীক্ষা ও সম্পূর্ণ রক্ত পরীক্ষা করিয়ে নিন । ২. যাদের আগে থেকেই হৃদ্রোগ, যকৃৎ, কিডনি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সমস্যা আছে, তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। ৩. নির্মাণাধীন ভবনে পানির ট্যাংক, ফুলের টব, ছাদ, ফ্রিজের নিচে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ৪.জাতীয় নির্দেশিকা অনুসরণ করে সঙ্গে সঙ্গে চিকিৎসা সেবা নেয়া প্রয়োজন। ৫. ডেঙ্গুর সঙ্গে অন্য ব্যাকটেরিয়াজনিত কোন রোগ হলে চিকিৎসকের পরামর্শে এ্যান্টিবায়োটিক দেয়া যাবে। ৬. স্কুল ও বাড়ির আঙিনা নিয়মিত পরিচ্ছন্ন রাখতে হবে। ৭. মশারি টাঙিয়ে ঘুমাতে হবে ৮. কোথাও পানি জমতে দেয়া যাবে না। ৯. পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খেতে হবে এবং ১০. ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে বিশ্রাম নিতে হবে।
×