ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপের পরই আসছে পাক ক্রিকেট দল

প্রকাশিত: ২১:৪২, ১৫ সেপ্টেম্বর ২০২১

বিশ্বকাপের পরই আসছে পাক ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ প্রায় ছয় বছর পর ফের বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। আমিরাতে আগামী অক্টোবরের ১৭ তারিখ শুরু হবে টি২০ বিশ্বকাপ। শেষ হবে ১৪ নবেম্বর। বিশ্বকাপ শেষেই বাংলাদেশে আসবে বাবর আজমের দল। ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজের জন্য মঙ্গলবার সূচী প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশে তিনটি টি২০ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিরা। মিরপুরে ১৯, ২০ ও ২২ নবেম্বর হবে টি২০। শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচই হবে ডে-নাইট। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু ২২ নবেম্বর। ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর। এই সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সাইকেলের অংশ। এর মধ্য দিয়ে শুরু হবে সাদা পোশাকে টাইগারদের আরেক চ্যালেঞ্জ। ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। মিসবাহ উল হক ও আজহার আলির নেতৃত্বে সেবার দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি২০ খেলেছিল পাকিরা। এরপর ২০২০ সালে দুই দফায় পাকিস্তান সফর করে বাংলাদেশ ক্রিকেট দল। জানুয়ারি-ফেব্রুয়ারিতে তিনটি টি২০ আর একটি টেস্ট হলেও করোনার কারণে এপ্রিলে সিরিজের দ্বিতীয় টেস্ট অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে যায়। নিরাপত্তা ইস্যুতে বিশ্বজুড়ে কঠিন চ্যালেঞ্জের মধ্যে থাকা পাকিস্তানের জন্য ওই সময় বাংলাদেশকে পাওয়া ছিল অনেক স্বস্তির। এদিকে আগামী বছর ব্যস্ত সূচী টাইগারদের। বিশ্বকাপ, পাকিস্তান সিরিজের পরও ফুরসত মিলবে না। পাকিস্তান সিরিজ শেষ হলে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। মার্চে আছে দক্ষিণ আফ্রিকা সফর। সব সিরিজ নিয়ে সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে বিসিবি কাজ করছে জানিছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী, ‘দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গেও যোগাযোগ হচ্ছে। পাকিস্তান সফরের পরপরই আমাদের নিউজিল্যান্ড সফর আছে। খুব ঠাসা সূচী। সেভাবেই ক্রিকেট অপারেশন্স বিভাগ বোর্ডগুলোর সাথে যোগাযোগ করছে।’ বিসিবির নির্ধারিত কঠোর কোভিড প্রটোকল অনুযায়ী পাকিস্তান সিরিজটি অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা যে স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক ঠিক করেছি সেই অনুযায়ীই আমাদের প্রটোকল ও জৈব সুরক্ষা বলয় হবে। আমরা আমাদের যে গাইডলাইন তা সফরকারী দলকে অবহিত করব, সেই অনুযায়ীই বাস্তবায়ন করব।’ সিরিজের সূচী ১৯ নবেম্বর : প্রথম টি২০ (ডে-নাইট), ভেন্যু- মিরপুর ২০ নবেম্বর : দ্বিতীয় টি২০ (ডে-নাইট), ভেন্যু-মিরপুর ২২ নবেম্বর : তৃতীয় টি২০ (ডে-নাইট), ভেন্যু-মিরপুর ২৬-৩০ নবেম্বর: প্রথম টেস্ট, ভেন্যু-চট্টগ্রাম ৪-৮ ডিসেম্বর: দ্বিতীয় টেস্ট, ভেন্যু-মিরপুর
×