ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিনদিনেও সন্ধান মেলেনি ৩ মাদ্রাসা ছাত্রীর

প্রকাশিত: ২১:১৬, ১৫ সেপ্টেম্বর ২০২১

তিনদিনেও সন্ধান মেলেনি ৩ মাদ্রাসা ছাত্রীর

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ ইসলামপুর উপজেলায় একটি কওমি মাদ্রাসা থেকে নিখোঁজের তিনদিনেও সন্ধান মেলেনি শিশু তিন ছাত্রীর। উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় দারুত তাকওয়া মহিলা কওমি মাদ্রাসা থেকে রবিবার ভোরে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় জড়িত থাকার সন্দেহে মাদ্রাসাটির চারজন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইসলামপুর থানা পুলিশ। এ নিয়ে এলাকায় বেশ তোলপাড় চলছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, ইসলামপুরের গোয়ালেরচর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় দারুত তাকওয়া মহিলা কওমি মাদ্রাসার মুহতামিম মোঃ আসাদুজ্জামান পরিবার পরিজন নিয়ে মাদ্রাসার একটি কক্ষে বসবাস করেন। মাদ্রাসাটিতে ৭৫ আবাসিক ছাত্রী রয়েছে। ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর তিন ছাত্রী গত রবিবার ভোররাত থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুরা হলো- উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে সূর্যবানু (১০) ও মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা (১১)। তিন ছাত্রী নিখোঁজ হওয়ার বিষয়টি ওই মাদ্রাসার মুহতামিম মোঃ আসাদুজ্জামান তাদের পরিবারকে জানান যে, রবিবার ছাত্রীদের ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগানো হয়। অন্যদের মতোই দ্বিতীয় শ্রেণীর ওই তিন ছাত্রীও নামাজের প্রস্তুতি নেয়। নামাজের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
×