ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে বিদ্যুতের খুঁটি না সরিয়ে ড্রেন নির্মাণ

প্রকাশিত: ২০:৫৪, ১৫ সেপ্টেম্বর ২০২১

কক্সবাজারে বিদ্যুতের খুঁটি না সরিয়ে ড্রেন নির্মাণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বিদ্যুতের খুঁটি না সরিয়ে পৌর এলাকায় চলছে ড্রেন নির্মাণ কাজ। খোঁড়াখুুঁড়িতে অনেক জায়গায় মাটি সরে গিয়ে হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি। কিছু জায়গায় ঝুলে আছে সংযোগ তার। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে দেখা গেল, শহরের ঝাউতলা এলাকায় চলমান ড্রেনের কাজের কারণে একটি খুঁটি হেলে পড়েছে। পৃথক হয়ে যাচ্ছে মাটি থেকে। ঝুলে আছে বৈদ্যুতিক তারগুলো। যে কারণে প্রধান সড়কে চলাচলরত যানবাহন ও সাধারণ পথচারীরা দুর্ঘটনার শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কক্সবাজার বিদ্যুত উন্নয়ন ও বিতরণ (পিডিবি) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদের গনি বলেন, কক্সবাজারে যে পরিমাণ উন্নয়ন কাজ হচ্ছে তা বলার মতো না। প্রায় সব কাজে বৈদ্যুতিক খুঁটি সরাতে হচ্ছে। খুঁটি হেলে পড়ার বিষয়ে তিনি বলেন, কাজটি কউকের। আমাদের সঙ্গে সমন্বয় না করায় এমন অবস্থা। পিডিবির নির্বাহী প্রকৌশলী বলেন, খুঁটি হেলে পড়ার খবরে ৬ ফিডারের লাইন বন্ধ করে দেয়া হয়েছে। লোক পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
×