ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে পৃথক ঘটনায় চার তরুণীসহ পাঁচ জনের মৃত্যু

প্রকাশিত: ০১:০৯, ৩ আগস্ট ২০২১

রাজধানীতে পৃথক ঘটনায় চার তরুণীসহ পাঁচ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথকস্থানে চার তরুণীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রবিবার গভীররাতে রাজধানীর কদমতলীর রায়েরবাগ মদিনাবাগ এলাকায় মোবাইল ব্যবহার করতে না দেয়ায় বাবার ওপর অভিমান করে তাসলিমা আক্তার তাসমিন (১৬) স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে শনিরআখড়া বর্ণমালা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। এদিকে রবিবার রাত ২টার দিকে রাজধানীর মিরপুরে স্বামীর সঙ্গে ঝগড়া করে সালমা আক্তার (২৩) নামে আরেক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মিন্টুকে আটক করেছে। নিহত সালমার বাবার নাম মতিউর রহমান। গ্রামের বাড়ি বরগুনা জেলার গোপখালী গ্রামে। মিরপুর ৪ নম্বর লাইনের মা মঞ্জিলের ১৩ নম্বর বাসায় বসবাসরত ছিলেন সালমা ও তার স্বামী মিন্টু। মিন্টুকে আটক করে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে ভাটারা থানাধীন এলাকা থেকে সালমা নামের (২৩) এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে বলে তার পরিবার দাবি করে। সোমবার সকালে ঢামেক মর্গে সালমার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে রাজধানীর আজিমপুর সরকারী কলোনি এলাকায় এম এ মালেক (৬০) নামের এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভোটার আইডি কার্ড থেকে জানা যায়, তার নাম এম এ মালেক (৬০) লালবাগ, ঢাকা।
×