ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ২৩:৪৮, ৩১ জুলাই ২০২১

টুকরো খবর

নাশকতার মামলার আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকা হতে হেফাজতের ডাকা হরতালের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা ও সহিংসতার মামলার অন্যতম এজাহাভুক্ত আসামি আবজাল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে শুক্রবার বিকেলে র‌্যাব-১১’র উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব ও পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক ৬টি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামি আবজাল হোসেন উক্ত মামলার অন্যতম এজাহারনামীয় আসামি। চিরনিদ্রায় শায়িত দুই বন্ধু নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ৩০ জুলাই ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে ডুবে কলেজছাত্র ইউসুফ আলী (১৯) ও সামিরুল ইসলামের (১৮) সলিল সমাধি হয়েছে। পদ্মায় ডুবে মৃত্যু হওয়া দুই বন্ধুকে পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় একই সঙ্গে দুই বন্ধুর জানাজা শেষে ফিলিপনগর কবরস্থানে দাফন করা হয়। একই গ্রামের কলেজ ছাত্র দুই বন্ধু পদ্মা নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। শোকে স্তব্ধ হয়ে পড়েছে গ্রামের সাধারণ মানুষ। খাদ্য সহায়তা প্রদান অব্যাহত নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩০ জুলাই ॥ খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এবং রংপুর এড়িয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসানের নির্দেশে শুক্রবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সমীর উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে ত্রাণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, হৃদয়ে রঙিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হানিফ বিন রফিক, সাধারণ সম্পাদক এস এম ইসফার, সহসভাপতি নাদিয়া সরকার নদী প্রমুখ। বিদ্যুতস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু সংবাদদাতা,মঠবাড়িয়া (পিরোজপুর), ৩০ জুলাই ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুতের ছেড়া তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাহাবুব হোসেন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের নিজ বাড়ির পেছনে জলাবদ্ধ মাঠে মাছ ধরতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পল্লী বিদ্যুত সমিতি মঠবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নিত্যানন্দ ক-ু জানান, পৌর শহর সংলগ্ন ওই গ্রামের তার ছেড়ার অভিযোগ আমাদের কেউ না দেয়ায় অনাকাক্সিক্ষত এ দুর্ঘটনা ঘটেছে। বিনামূল্যে অক্সিজেন সেবা নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩০ জুলাই ॥ যুবলীগের উদ্যোগে আমতলীতে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ জিএম দেলওয়ার হোসেন ফাউন্ডেশন ও ইমরান হোম কেয়ারের সহযোগিয়তায় এ কর্মসূচী চালু করা হয়। শুক্রবার উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসানের কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান। অক্সিজেন সার্ভিস দ্রুত পেতে পাঁচটি ০১৭১৬০৭৭৪৯৬, ০১৭২৫৪৪০৪৬০, ০১৭১৬১৩৯০৮৬, ০১৭৭২৫৮৫০৮৫, ০১৭৪০৮৫২৯৩২ হট লাইট নম্বর দেয়া হয়েছে। কার্তুজসহ শূটারগান উদ্ধার নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ৩০ জুলাই ॥ চট্টগ্রামের পটিয়ায় কাতুর্জসহ শূটারগান উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বৃহস্পতিবার রাতে উপজেলার খরনা ইউনিয়নের উত্তর খরনা এলাকার মোঃ সুজনের (৩০) বসতঘর থেকে ২টি ওয়ান শূটারগান, ১টি ১২ বোরের কার্তুজ ও ১টি চাকু উদ্ধার করে। এর আগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আবদুল কাদেরের পুত্র সুজন। তিন জনকে কুপিয়ে জখম সংবাদদাতা, লালপুর, ৩০ জুলাই ॥ নাটোরের লালপুরে পূর্ব শক্রতার জের ধরে বাড়িতে অগ্নিসংযোগসহ বিথি খাতুন (৩০) নামের এক গৃহবধূসহ রফিকুল ইসলাম গাইসা (৫০) ও জিয়াউর রহমানকে (৩৫) হাঁসুয়া দ্বারা কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার ভোরে উপজেলার আড়বাব ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাঠেই প্রাণ গেল স্কুলছাত্রের স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ফুটবল খেলার সময় মাঠেই নাঈম হোসেন (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মৌডুবী ইউনিয়নের বাইলাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নাঈম বাইলাবুনিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে এবং মৌডুবী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। জানা গেছে, নাঈম বাবা মায়ের একমাত্র সন্তান। তার মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নাঈমের খালাতো ভাই নূর আহম্মেদ বলেন, এর আগেও বিভিন্ন সময় সে এরকম অজ্ঞান হতো। মৌডুবী ৮ নম্বর ওয়ার্ড ইউপি মেম্বার আবুল কালাম আজাদ জানান, ধারণা করা হচ্ছে, হয়তো সে স্ট্রোক করে মারা গেছে।
×