ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাধবপুরে ঈদে শিশুর বায়না পুরন না হওয়ায় আত্মহত্যা

প্রকাশিত: ১৭:৫৬, ২১ জুলাই ২০২১

মাধবপুরে ঈদে শিশুর বায়না পুরন না হওয়ায় আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ ॥ মাধবপুরে ঈদে নাঈম নামে ৯ বছরের শিশুর বায়না পুরন না হওয়ায় আত্মহত্যা করেছে। নিহত নাঈম উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইখলা গ্রামে ইরাক প্রবাসি ছালেক মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে পরিবারের কাছে নাঈমের মরদেহ হস্তান্তর করেছে। পুলিশ ও গ্রামবাসি জানান, শিশু নাঈম তার মা রুনা বেগমের নিকট ষ্টাইল করে চুল কাটতে এবং ঈদে নতুন জামা,জুতো কিনে দিতে বায়না ধরে। এ নিয়ে মা তাকে বকাঝকা ও মৃদু ভৎর্সনা করেন। এ কারনে রাগে মঙ্গলবার রাতে রান্না ঘরে আড়ের সাথে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার রাতেই ঘটনাস্থলে গিয়ে শিশু নাঈমের মরদেহ উদ্ধার করে। মরদেহ সুরতহাল প্রস্তুতকারি এসআই আাঃ কাদের বলেন, নাঈমের শরীরে জখমের দাগ নেই। ঈদে বায়না পুরন না হওয়ায় সে রাগে আত্মহত্যা করেছে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এ ছাড়া ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
×