ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে এমপির গাড়িবহরে হামলার ঘটনায় মামলা

প্রকাশিত: ২১:২৩, ১১ জুন ২০২১

বরিশালে এমপির গাড়িবহরে হামলার ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হিজলা উপজেলার খুন্না বন্দর এলাকায় বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি চলমান ইউপি নির্বাচনে দুইজন ইউপি সদস্য প্রার্থীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাতে মামলা দায়ের ও গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার। গ্রেফতারকৃতরা হলেন-শ্রীপুর গ্রামের মোশাররফ হোসেন, সৈয়দ মঞ্জুর মোরশেদ, মহিম দেওয়ান, বড়জালিয়া ইউনিয়নের মোঃ অলিউদ্দিন ও হেলাল সিকদার। মামলার বাদী হিজলা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার বলেন, স্থানীয় একটি খেয়াঘাট নিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী এনায়েত হোসেন হাওলাদারের সঙ্গে আমার দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খুন্না বন্দর এলাকায় বসে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের গাড়িবহরে হামলা চালায় এনায়েত হোসেনের সমর্থকরা। হামলাকারীরা সাংসদকে বহন করা গাড়ির গ্লাস ভাংচুর করায় চালক শুক্কুর আহম্মেদ আহত হন। এ ঘটনায় ২৪ জনের নামসহ অজ্ঞাতপরিচয় ৩০-৩৫ জনকে আসামি করে বুধবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
×