ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা দল

প্রকাশিত: ২১:৪৪, ১৮ মে ২০২১

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা দল

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাই ফুটবলের জন্য ঘোষণা করা হয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। চোট কাটিয়ে দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড সার্জিও এ্যাগুয়েরো। ইনজুরির কারণে এবারের মৌসুমে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকলেও ম্যানচেস্টার সিটি তারকার ওপর ভরসা রেখেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে দলে জায়গা হয়নি জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালার। করোনাভাইরাসের কারণে স্থগিত আছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই ফুটবল। অবশেষে আগামী মাসে ফের মাঠে গড়াতে যাচ্ছে খেলা। আগামী ৩ জুন ঘরের মাঠে চিলি ও ৮ জুন কলম্বিয়ার মাঠে খেলবে আর্জেন্টনা। এই দুই ম্যাচের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন স্কালোনি। সর্বশেষ গত নবেম্বরে বাছাইপর্বে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ওই সময় প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর পেরুর মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চোটের কারণে বাছাইপর্বের ওই দুই ম্যাচে খেলতে পারেননি এ্যাগুয়েরো। তার ফেরায় আরও শক্তিশালী হয়েছে লিওনেল মেসি, লাউটারো মার্টিনেজদের নিয়ে গড়া আর্জেন্টিনার আক্রমণভাগ। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পর্যন্ত চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।
×