ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় সংসদের শূন্য ৪ আসনে ইভিএমে ভোটের পরিকল্পনা

প্রকাশিত: ১৮:৪৮, ১৫ মে ২০২১

জাতীয় সংসদের শূন্য ৪ আসনে ইভিএমে ভোটের পরিকল্পনা

অনলাইন রিপোর্টার ॥ জাতীয় সংসদের শূন্য হওয়া চারটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো- ঢাকা-১৪, কুমিল্লা-৫, সিলেট-৩ ও লক্ষ্মীপুর-২। তবে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে দেশের সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ থাকার কারণে এসব আসনে কখন ভোট হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এমপি মো. আসলামুল হকের মৃত্যুতে ঢাকা-১৪ আসন, এমপি আবদুল মতিন খসরু মৃত্যুতে কুমিল্লা-৫ আসন, এমপি মাহমুদ উস সামাদের মৃত্যুতে সিলেট-৩ আসন ও কুয়েতের আদলতে দণ্ডিত হওয়ার কারণে স্বতন্ত্র এমপি মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসন শূন্য হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, বর্তমানে নির্বাচন কমিশনের কাছে সোয়া লাখের মতো ইভিএম আছে। নির্বাচনে ইভিএমের ব্যবহার বাড়াতে চলতি বছর ৩৫ হাজার ইভিএম মেশিন কেনার পরিকল্পনা করেছে ইসি।
×