ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে হয়নি ঈদের প্রধান জামাত

প্রকাশিত: ১১:৪৬, ১৪ মে ২০২১

বরিশালে হয়নি ঈদের প্রধান জামাত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহামারি করোনার সংক্রমনের কারণে এবারেও বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান জামাত হয়নি। তবে প্রধান এ ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত না হলেও নগরীর মসজিদগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ইমাম সমিতির বরিশাল মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী আবদুল মান্নান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নগরীর বিভিন্ন মসজিদে স্বাস্থ্যবিধি মেনে দুই থেকে তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, নগরীর পাঁচশ’ মসজিদের প্রতিটিতেই সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সূত্রমতে, নগরীর কালক্টরের জামে মসজিদে সকাল আটটা, নয়টা ও দশটায়, চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে একই সময়ে, হেমায়েত উদ্দিন রোডের জামে কসাই মসজিদে সকাল নয়টা ও দশটায়, সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল নয়টা ও দশটায়, ল’ কলেজ জামে মসজিদে সকাল আটটা ও নয়টায়, পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল সাড়ে আটটা ও সাড়ে নয়টায়, নূরিয়া স্কুল জামে মসজিদে সাড়ে সাতটা ও সাড়ে আটটা এবং জেলখানা মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে কালক্টরেট মসজিদে সকাল আটটার জামাতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঈদের জামাত আদায় করেছেন। বরিশালে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল নয়টায়। পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম জামাতে ইমামতি করেছেন। বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে আটটায়। এছাড়া সকাল সাড়ে আটটায় ঝালকাঠীর কায়েদ সাহেব হুজুরের প্রতিষ্ঠিত এনএস কামিল মাদরাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রা.) দরবার শরীফে সকাল আটটায় অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। বরিশালের উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল আটটায়। এছাড়া জেলার দশটি উপজেলার কয়েক হাজার মসজিদে ঈদের জামাত অনুৃষ্ঠিত হয়েছে।
×