ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতে একদিনে আরও ৩৪৪৯ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:২৫, ৫ মে ২০২১

ভারতে একদিনে আরও ৩৪৪৯ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের সব দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৪২ লাখ ৪১ হাজার ৩৫৪ জন। এর মধ্যে ৩২ লাখ ২৮ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১৩ কোটি ১৬ লাখ ৮৫ হাজার ৮০৬ জন। খবর এএফপি, বিবিসি, দ্য হিন্দু, এএনআই, এনডিটিভি, ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো ও ইয়াহু নিউজের। এদিকে করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত ভারত। কয়েকদিন ধরে দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা নিম্নমুখী হলেও মৃত্যুর সংখ্যা কমছে না। মঙ্গলবার সকালে জানানো হয়েছে ভারতে ফের বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সেখানে মারা গেছেন ৩ হাজার ৪৪৯ জন। যা আগের দিনের চেয়ে বেশি। মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ২২৯ জন। যা সোমবারের তুলনায় প্রায় ১১ হাজার কম। পশ্চিমবঙ্গে আরও ৯৮ জনের মৃত্যু, আক্রান্ত সাড়ে ১৭ হাজার ॥ ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও সাড়ে ১৭ হাজারের বেশি মানুষ। এই নিয়ে টানা ৬ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের বেশি হলো। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ হাজারের কাছাকাছি। সোমবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের দেয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫০১ জন। এর মধ্যে শুধু কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ছড়িয়েছে যথাক্রমে ৩ হাজার ৯৯০ ও ৩ হাজার ৯৬৫ জনের মধ্যে। এখন পর্যন্ত রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৮০ হাজার ৮৯৪ জনে। নেপালে করোনায় আক্রান্ত ১২০০ শতাংশ বেড়েছে ॥ গত এপ্রিলের মাঝামাঝি সময়ের তুলনায় ভারত সীমান্ত লাগোয়া দেশ নেপালে গড়ে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ১২০০ শতাংশ বেড়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের উপাত্ত বিশ্লেষণ করে এই হিসাব তুলে ধরেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সরকারী হিসাব অনুযায়ী নেপালে সোমবার একদিনে সর্বাধিক ৭ হাজার ৩৮৮ জন কোভিড-১৯ আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছে। সিএনএন-এর হিসাবে দেখা যাচ্ছে, প্রতিদিন গড়ে দেশটির প্রতি দশ লাখ মানুষের মধ্যে ২০০ জনের দেহে করোনা শনাক্ত হচ্ছে। তিন দেশের করোনার ধরনে কার্যকর কোভ্যাকসিন-গবেষণা ॥ ভারত বায়োটেকের কোভ্যাকসিন ব্রাজিলের করোনাভাইরাসের প্রজাতির বিরুদ্ধে কার্যকর বলে গবেষেণায় দাবি করা হয়েছে। শুধু ব্রাজিল নয়, ভারত ও ব্রিটেনের প্রজাতির বিরুদ্ধেও সমান কার্যকর এই টিকা। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির যৌথ গবেষণায় এই তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে। তারা এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশ করেছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে। গবেষণায় দেখা গেছে, সার্স-কোভ-২-এর ব্রাজিলের প্রজাতি বি.১.১২৮.২, ব্রিটেনের প্রজাতি বি.১.১.৭ ও ভারতের প্রজাতি বি.১.৬১৭-এর বিরুদ্ধে সমান কার্যকরী কোভ্যাকসিন।
×