ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৯:৩৩, ১৩ এপ্রিল ২০২১

পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী তাঁর ভাষণে পহেলা নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল ধর্মপ্রাণ মুসলমানকে মোবারকবাদ জানিয়ে বলেন, দেশ-বিদেশে- যে যেখানেই আছেন- সবাইকে জানাই ১৪২৮ বঙ্গাব্দের আন্তরিক শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজ আবাহনের দিন। ‘এসো হে বৈশাখ, এসো এসো/ মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এই গান গেয়ে আজ আমরা আবাহন করবো নতুন বছরকে। একইসঙ্গে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস- মাহে রমজান। আমি সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র মাজে রজমানের মোবারকবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধুকন্যা বলেন, সৃষ্টির অমোঘ নিয়মে সময় চলে যায়। করোনাভাইরাসের মহামারির মধ্যেই আমরা এক বছরের অধিক সময় পার করলাম। গত বছর মার্চের প্রথম সপ্তাহের দিকে আমাদের দিকে আমাদের দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল। নানা আশঙ্কা আর আতঙ্ক গ্রাস করেছিল আমাদের। সেসব মোকাবেলা করেই আমাদের টিকে থাকতে হয়েছে। এরই মধ্যে করোনাভাইরাসের থাবায় আমরা হারিয়েছি আমাদের অনেক প্রিয়জন, আপনজনকে। আমি সকলের রূহের মাগফেরাত এবং আত্মার শান্তি কামনা করছি। স্বজনহারা পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভাষণের শেষাংশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলেন-‘আমরা চলিব পশ্চাতে ফেলি/ পচা অতীত গিরি গুহা ছাড়ি/ খোলা প্রান্তরে গাহিব গীত। সৃজিব জগৎ বিচিত্রতর বীর্যবান/ তাজা জীবন্ত সে নব সৃষ্টি শ্রম-মহান।’ দেশবাসী আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। সর্বশক্তিমান আল্লাহতায়ালা আমাদের সকলের সহায় হোন।
×