ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা সচেতনতায় দিনাজপুরে মাঠে নেমেছে নারী বাইকাররা

প্রকাশিত: ১৮:২১, ৮ এপ্রিল ২০২১

করোনা সচেতনতায় দিনাজপুরে মাঠে নেমেছে নারী বাইকাররা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে নেমেছে দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক র্যালি, মাস্ক বিতরণ ও মাস্ক পরিহিতদের শুভেচ্ছা জানিয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করছেন তারা। আজ বৃহস্পতিবার দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে গিয়ে এসব নারী বাইকাররা সর্বস্তরের মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি করেন। ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে দিনাজপুরবাসী। এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি লায়লা আরজু মান্দ বানু, সহ-সভাপতি সেতারা বেগম, সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু, কোষাধ্যক্ষ বিলকিস, প্রচার সম্পাদক সুমনা শারমিন, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, বোর্ড সদস্য বনানী, রেবেকা মাসুদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, করোনা ভাইরাসে সচেতনতাই পারে রক্ষা করতে। স্বাস্থ্যবিধি না মেনে চললে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। বাইরে বের হলেই মাস্ক পরে বের হতে হবে সকলকে।
×