ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে নতুন করে ২৪৭ জনের করোনা শনাক্ত ॥ তিন জনের মৃত্যু

প্রকাশিত: ১৭:৪০, ৮ এপ্রিল ২০২১

বরিশালে নতুন করে ২৪৭ জনের করোনা শনাক্ত ॥ তিন জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ২৪৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। আর করোনা পজেটিভ তিনজন রোগীর মৃত্যু হয়েছে। পাশাপাশি উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা এক বৃদ্ধার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২২ জনে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নতুন করে মৃত্যুবরণকারীদের মধ্যে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোলা সদরের চরননোয়াবাদ এলাকার মফিজুল ইসলাম (৬০), পটুয়াখালী সদরের শাহজাহান হাওলাদার (৬৫) এবং ভোলা হাসপাতালে চিকিৎসাধীন বরিশাল নগরীর মুসলিমপাড়া এলাকার এবিএম সামসুল হুদা (৭৫) রয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় শেবাচিমের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। অপরদিকে করোনার উপসর্গ নিয়ে গত ৩ এপ্রিল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামে মৃত্যুবরণ করা সিদ্দিকুর রহমান কবিরাজের (৭০) নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে।
×