ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চুনারুঘাট পানছড়ি আশ্রয়ণে ১০টি ঘর আগুনে পুড়ে ছাই

প্রকাশিত: ১৩:১৭, ৮ এপ্রিল ২০২১

চুনারুঘাট পানছড়ি আশ্রয়ণে ১০টি ঘর আগুনে পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাহাড়ি এলাকায় অবস্থিত পানছড়ি আশ্রয়ণে ১০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এ খবর পেয়ে রাতেই ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সহায়তা করেছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় অজ্ঞাত স্থান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী আগুনে ফাতেমা বেগম, আব্দুর রহিম, সঞ্জিত, আব্দুস শহিদ, লিটন, শাহানুর, মালেকা বেগম, আম্বিয়া খাতুন, শরুফা বেগমসহ ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলামের নেতৃত্বে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়েছে। যাদের ঘর পুড়েছে, তারা দরিদ্র। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ বলেন, রাতেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন তাদের পাশে আছে।
×