ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজকীয় বিয়ে

কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

প্রকাশিত: ২৩:২৯, ৮ এপ্রিল ২০২১

কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর উপজেলা শহরে ‘আদর্শ স্কুল এ্যান্ড কলেজ’ মাঠে রাজকীয় বিয়ের আয়োজন করায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই নির্দেশ দিয়েছে বলে বুধবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই রাজকীয় বিয়ের ঘটনা নিয়ে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠের অনলাইন ভার্সনে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এদিকে দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানের কাছে মন্ত্রণালয়ের ব্যবস্থা নেয়ার সংক্রান্ত চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় শাখা থেকে পাওয়া নীলফামারী জেলার সৈয়দপুর আদর্শ গার্লস স্কুল এ্যান্ড কলেজ মাঠে গবর্নিং বডি বিয়ের আয়োজন করা সংক্রান্ত পত্রটি পাঠানো হলো। মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়, স্কুল মাঠে বিয়ের আয়োজন করায় উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের গবর্নিং বডির বিরুদ্ধে বিধি-মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আগামী ৭ কর্মদিবসের মধ্যে অত্র বিভাগকে অবহিত করার জন্য বলা হলো।
×