ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিপিবি নেতা মোর্শেদ আলীর মৃত্যু

প্রকাশিত: ২৩:২৮, ৮ এপ্রিল ২০২১

সিপিবি নেতা মোর্শেদ আলীর মৃত্যু

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ আলী আর নেই। তিনি বুধবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। খবর বাসসর। সিপিবি সূত্রে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি কিছুদিন আগে প্রথমে বারডেম হাসপাতালে এবং পরে বিএসএমএমইউতে ভর্তি হন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মোর্শেদ আলীর মরদেহ একই দিন বেলা ১১টার দিকে পল্টনে সিপিবির কার্যালয়ে আনা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। পাবনা জেলায় জন্ম নেয়া এই প্রবীণ নেতা সর্বশেষ সিপিবির কন্ট্রোল কমিশনের সদস্য ছিলেন। এর আগে দলের সভাপতিম-লীর সদস্যও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন ১৯৬৬-৬৭ মেয়াদে।
×