ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘ফ্রিলান্সিং পেশায় এগিয়ে যাচ্ছে নারীরা’

প্রকাশিত: ১৭:৫৫, ১৬ মার্চ ২০২১

‘ফ্রিলান্সিং পেশায় এগিয়ে যাচ্ছে নারীরা’

অনলাইন ডেস্ক ॥ দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারীরা। ঘরে বসে ফ্রিল‌্যান্সিং এর মত পেশায় ভাল আয় করছে দেশের নারী ফ্রিল‌্যান্সাররাও। এতে একদিকে তারা স্বাবলম্বী হচ্ছে। অন‌্যদিকে পরিবারকেও সাহায‌্য করতে পারছে। আইভী আখতার টুস্পা এমনই একজন নারী ফ্রিল‌্যান্সার। তাঁর বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজিবি এবং মা একজন গৃহিনী। আইভীর ইচ্ছা ছিল নিজে কিছু করার। পরিবারের পাশে দাঁড়ানোর। আইভী বলেন, পরিবার থেকে দুরে থাকার অনিচ্ছা, আবার চাকুরী ক্ষেত্রে নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা,কিন্তু নিজে কিছু করার ভাবনা নিয়ে পার করতে হচ্ছিল প্রত্যেকটা দিন। পরে ফেসবুকে ফ্রিল‌্যান্সিং প্রশিক্ষনদাতা কোডারস্ট্রাস্ট বাংলাদেশের ডাব্লিউএসডিএফএম-১১ (WSDFM-11) ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে জানতে পারি। কিছুটা কৌতৃহলে, অথবা কিছুটা নিজের তাগিদ থেকে মনে হল যে করেই ফেলি না কেন রেজিট্রেশন টা, দেখিই না কি হয়। এরপর বেশ কিছু ধাপ পার করে যখন কোর্সের একজন শিক্ষার্থী হলাম, তখন ধীরে ধীরে বুঝতে পারলাম যে না, এরকম একটা সুযোগের জন্যই হয়তো এতদিন অপেক্ষায় ছিলাম আমি। কোর্স মডিউল অনুযায়ী আমাদের শেখানো হল কিভাবে নিজের দক্ষতা বাড়াতে হয়, কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস গুলোতে কাজ করতে হয়, কিভাবে বিদেশী ক্লায়েন্টদের সাথেকথোপকথন চালাতে হয় এবং আমরা অপেক্ষা করতে থাকলাম যে আসলেই সেই সুযোগ কবে আসবে নিজে থেকে সেই কাজ গুলো করার। আইভী বলেন, আমার ১ম কাজ ছিল কোর্স মডিউল এর বাইরে থেকে, যেটা করা আমার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। নিজে থেকে গুগল, ইউটিউব ঘাটাঘাটি শুরু করলাম, ক্লাসমেটদের সাথে যোগাযোগ করলাম, কিন্তু এরপরেও যখন হল না, তখন আমার মেন্টরদের সাথেআলোচনা করলাম যে কিভাবে কি করা উচিত৷ এবং এরপর অত্যন্ত সফলতায় তাদের সঠিক কাজটি সম্পন্ন করতে সফল হলাম আমি। ফ্রিল‌্যান্সিং ক্ষেত্রে কাজ সম্পর্কে আইভি বলেন, নিজের আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে একেকটি মাইলফলক। বর্তমানে আমার নিজের উপার্জন বেড়েছে। আমি ঠিক যেমন চেয়েছিলাম, ঠিক তেমন একটা পেশাতেই আমি এখন আছি। একদিকে যেমন নিজের বাসায় বসেই নিজের দক্ষতায় উপার্জন করতে পারছি, তেমনিভাবে নিরাপত্তা নিয়েও আমাকে ভাবতে হচ্ছে না। বরং নিজের পরিবারকেও অধিক সময় দিতে পারছি, পরিবারকে দিতে পারছি আর্থিক সহায়তাও। সুতরাং আমি অবশ্যই আমার মত অন্যান্য নারীদেরকেও উৎসাহিত করবো ফ্রিল্যান্সিং পেশায় আরও এগিয়ে আসার।
×