ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুদক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ ॥ অডিওসহ কললিস্ট দাখিলের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ২২:৪২, ৮ মার্চ ২০২১

দুদক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ ॥ অডিওসহ কললিস্ট দাখিলের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগে ধারণ করা কললিস্ট দাখিল করার জন্য বাংলাদেশ টেলিকম্যুনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে অডিওসহ কললিস্ট দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী দিন ধার্য রয়েছে ১৪ মার্চ। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়। শুনানিতে এ দিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক, অন্যদিকে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন। এ বিষয়ে ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, দুদকের একটি মামলায় তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন তদন্ত করার সময় আসামিপক্ষের কাছে অনৈতিকভাবে টাকা দাবি করেন। এ কারণে ওই তদন্ত কর্মকর্তা পরিবর্তনের জন্য গত ১ ফেব্রুয়ারি দুদকের চেয়ারম্যান বরাবর আবেদন করেন মামলার আসামি ঢাকা জেলার সাবেক সাব রেজিস্ট্রার আব্দুল কুদ্দুস এবং তার স্ত্রী মাহিনুর বেগম। তাদের এ আবেদনে দুদক কোন সাড়া না দেয়ায় হাইকোর্টে রিট দায়ের করেন তারা। ওই রিটের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময় আদালত তাদের কাছে জানতে চান তদন্তকারী যে তাদের কাছে অর্থ দাবি করেছেন তার পক্ষে কী প্রমাণ আছে? তখন আইনজীবী বলেন, ‘আমাদের কাছে এ বিষয়ে অডিও-ভিডিও আছে।’ সেই অডিও-ভিডিও হাইকোর্টে দাখিল করতে বলে আদালত। এর আগে গত ৩ মার্চ দুদকের সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগে ধারণ করা অডিও এবং ভিডিও ক্লিপ তলব করেছিল হাইকোর্ট। পরে সেটি নিয়ে রবিবার ওই অডিও এবং ভিডিও মামলার বাদীকে আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছিল আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য জানাতে ২০১৯ সালের ৩ মার্চ ঢাকা সদরের সাবেক সাব রেজিস্ট্রার এবং বর্তমানে পিরোজপুরের জেলা রেজিস্ট্রার হিসেবে কর্মরত মোঃ আব্দুল কুদ্দুস হাওলাদার ও তার স্ত্রী মাহিনুর বেগমকে নোটিস পাঠায় দুর্নীতি দমন কমিশন।
×