ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদি যুবরাজ সালমানের বিরুদ্ধে জার্মানিতে মামলা

প্রকাশিত: ০০:৩৫, ৩ মার্চ ২০২১

সৌদি যুবরাজ সালমানের বিরুদ্ধে জার্মানিতে মামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে জার্মানির একটি আদালতে মামলা হয়েছে। দেশটির কালসরুহে ফেডারেল কোর্ট অব জাস্টিসে রিপোর্টাস উইদাউট বডার্সের (আরএসএফ) পক্ষ থেকে এই মামলা করা হয়। খবর দ্য গার্ডিয়ান ও ডয়েচে ভেলে বাংলার। যুবরাজ সালমান ছাড়াও দেশটির কয়েকজন শীর্ষ কর্মকতার নাম এসেছে অভিযোগে। সব মিলিয়ে ৫০০ পৃষ্ঠার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মানবিকতার বিরুদ্ধে অপরাধের অভিযোগসহ সৌদির কারাগারে বন্দী ৩৪ জন সাংবাদিককে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে যুবরাজসহ অন্যদের নামে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আরএসএফের সেক্রেটারি জেনারেল ক্রিস্টোফি দেলোরি বলেন, এসব সাংবাদিককে বেআইনীভাবে হত্যা, নির্যাতন, যৌন হয়রানি করা হয়েছে। কাউকে কাউকে গুম করে দেয়া হয়েছে। ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর খুন হন সাংবাদিক জামাল খাসোগি।
×