ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাওড় ভাতার দাবিতে বেসরকারী শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: ১৬:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০২১

হাওড় ভাতার দাবিতে বেসরকারী শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ সরকারী চাকরিজীবীদের মতো হাওড় ভাতা দাবি করেছেন নেত্রকোনার হাওরদ্বীপ খালিয়াজুরী উপজেলায় কর্মরত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করে তারা এ দাবি জানান। বেলা একটার দিকে খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্তরে বিভিন্ন উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা জড়ো হয়ে এ মানববন্ধন করেন। মানববন্ধনের পর স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন তারা। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন: শিক্ষক আলী আজমান, মঞ্জুরুল আহসান ও কবির হোসেন প্রমুখ। এ সময় তারা বলেন, হাওরাঞ্চলের সরকারী শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য দপ্তরের কর্মচারীরা মূল বেতন স্কেলের ২০ শতাংশ হারে হাওড় ভাতা পাচ্ছেন। কিন্তু বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের তা দেয়া হচ্ছে না।
×