ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাবি অধিভুক্ত সাত কলেজের সব পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ০০:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০২১

ঢাবি অধিভুক্ত সাত কলেজের সব পরীক্ষা স্থগিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারী সাত কলেজের সব ধরনের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী মে মাসের ২৪ তারিখ থেকে পরীক্ষা গ্রহণ করা হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অধিভুক্ত সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জানান, অধিভুক্ত সাত কলেজের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২৪ মে থেকে ক্রমানুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। এর আগে যেসব পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছিল সেসব পরীক্ষাও ২৪ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। এদিকে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবস্থান নেয়া শিক্ষার্থীরা বলছেন, চলমান পরীক্ষা নেয়াসহ অচিরেই হল, ক্যাম্পাস খুলতে হবে। ইডেন কলেজের শিক্ষার্থী নাজনীন বলেন, বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অযৌক্তিক সিদ্ধান্ত আমরা মানব না। শুধুমাত্র পরীক্ষার জন্য আমরা মেস ভাড়া নিয়ে থাকছি, এখন বলছে পরীক্ষা হবে না। আমরা পরীক্ষা দিতে চাই। রাত ১০টা পর্যন্ত সেখানে অবস্থান করে বুধবার সকাল নয়টায় ফের এই মোড়ে অবস্থান কর্মসূচী দিয়ে ফিরে গেছেন তারা।
×