ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শোক সংবাদ

প্রকাশিত: ২৩:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০২১

শোক সংবাদ

অধ্যাপক কে এম মহসিন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য অধ্যাপক ড. মোঃ কে এম মহসিন (৮৪) সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। এর আগে করোনাক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন লাইফ সাপোর্টে ছিলেন। সোমবার বাদ জোহর উত্তরা ৭নং সেক্টর জামে মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হয়। ইউজিসির সাবেক এই সদস্যের মৃত্যুতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ইউজিসি চেয়ারম্যান এক শোকবার্তায় বলেন, প্রফেসর মোহসীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথিতযশা শিক্ষক, প্রখ্য্যত ইতিহাসবিদ ও সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি ঢাবির ইতিহাস বিভাগের চেয়ারপার্সন ও কলা অনুষদের ডিন ও বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। প্রফেসর মোহসীন ডিআইইউতে ২য় মেয়াদে উপাচার্য হিসেবে দায়িত্ব পালনরত ছিলেন। তার মৃত্যু দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি।
×