ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যাত্রীবাহী লঞ্চে তিন হাজার তিন শত কেজি ঝাটকা

প্রকাশিত: ১৫:৫৭, ২২ ফেব্রুয়ারি ২০২১

যাত্রীবাহী লঞ্চে তিন হাজার তিন শত কেজি ঝাটকা

সংবাদদাতা, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের ধলেশ^রী নদীতে অভিযান চালিয়ে মুক্তারপুর নৌ পুলিশ লঞ্চ থেকে তিন হাজার তিন শত কেজি ঝাঁটকা ইলিশ জব্দ করেছে। ২২ ফেব্রুয়ারী সোমবার ভোর রাত ৩টায় ঢাকাগামী কর্নফুলী-৪ লঞ্চে বিক্রয় নিষিদ্ধ ৯ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ঝাঁটকা আটক করা হয়। পরে জব্দকৃত ঝাটকা গুলো মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতানের উপস্থিতিতে জেলার বিভিন্ন মাদ্রাসার এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরন করা হয়। মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন ওসি মোঃ কবির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভোলা থেকে ছেড়ে আসা ঢাকার সদরঘাটগামী কর্নফুলী-৪ লঞ্চে বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমান ঝাটকা পাচার হচ্ছে। লঞ্চটি ধলেশ^রী নদীতে পৌঁছালে অভিযান চালানো হয়।
×