ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ইনু

প্রকাশিত: ১৭:১৭, ২০ জানুয়ারি ২০২১

করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ইনু

স্টাফ রিপোর্টার ॥ পাঁচদিন পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাসায় ফিরলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার বিকালে তার বাসায় ফেরার কথা দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি গত ১২ জানুয়ারি কোভিড টেস্টে পজিটিভ হয়ে চিকিৎসকদের পরামর্শে বাসায় আইসোলেশনে ছিলেন। পরবর্তিতে চিকিৎসার জন্য ১৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপিটালে তাকে ভর্তি করা হয়। হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই মন্ত্রী। এছাড়াও অধ্যাপক ডা. আলী হোসেন ও অধ্যাপক ডা. খায়ের মর্তুজাও ইনুর চিকিৎসা সমন্বয় ও তত্ত্বাবধান করেন। চিকিৎসকরা তাকে সতর্কতামুলক ও প্রতিরোধমুলক চিকিৎসা দিয়েছেন বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। মেডিকেল টেস্টের ফলাফল পর পর চারদিন ধারাবাহিকভাবে স্বাভাবিক থাকায় ও কোভিড নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। তবে বাসায় তাকে আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া ও আগামী ২৬ জানুয়ারি কোভিড পরীক্ষার পরামর্শ দেয়া হয়েছে। সেইসঙ্গে তাকে ১৫দিন বাসায় বাধ্যতামুলক বিশ্রামে থাকারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
×