ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: ২১:২৮, ১৫ জানুয়ারি ২০২১

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আখাউড়ায় ট্রেনের ধাক্কায় ফিরোজ মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ মিয়া নয়াদিল গ্রামের উত্তর পাড়ার মৃত সিকান্দার মিয়ার ছেলে। স্থানীয়রা জানায় দুপুরে দুধ বিক্রেতা ফিরোজ মিয়া রেললাইন পারাপার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা গিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নান্দাইলে খণ্ডবিখণ্ড লাশ সংবাদদাতা নান্দাইল ময়মনসিংহ থেকে জানান, উপজেলায় ট্রেনে কাটা এক অজ্ঞাত পরিচয় নারীর খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ময়মনসিংহ-ভৈরব রেললাইনের বাহের বানাইল গ্রাম থেকে ওই নারীর বিখণ্ডিত হাত, পা, মাথা ও শরীর উদ্ধার করা হয়। জানা গেছে, আঠারবাড়ি রেল স্টেশনের আওতায় বাহের বানাইল গ্রামে রেললাইনের পাশে ২শ’ গজ দূরে বৃহস্পতিবার ভোরে এক নারীর খণ্ড-বিখণ্ড লাশ দেখতে পায় এলাকাবাসী। পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পিকআপ- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উসমান আলী (৫০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের শিংপাড়া এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত উসমান আলীর বাড়ি সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের সুরিভিটা গ্রামে। তিনি ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার সকালে উসমান আলী মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে কাজের উদ্দেশ্য পঞ্চগড় শহরের দিকে আসছিলেন। পঞ্চগড় ইউনিয়নের শিংপাড়া এলাকায় আসলে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি পিকআপ উসমানের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দিলে মহাসড়কের পাশে ছিটকে পড়েন।
×