ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুয়াকাটায় সাবমেরিন ক্যাবলের পাইপ বসানো শুরু

প্রকাশিত: ২৩:১৩, ৩০ ডিসেম্বর ২০২০

কুয়াকাটায় সাবমেরিন ক্যাবলের পাইপ বসানো শুরু

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ২৯ ডিসেম্বর ॥ ঢেউয়ের তোড়ে আবার কুয়াকাটা সৈকতে বালুর নিচ থেকে বের হয়ে আসা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের অপটিক্যাল ফাইবার ক্যাবল লাইন (আর্টিকুলেটেড পাইপ) বসানোর কাজ শুরু করেছে। মঙ্গলবার সকালে ক্যাবল লাইনে বালু কেটে ফের নিরাপদভাবে বসানোর কাজ শুরু হয়। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সাগর থেকে উঠে আসা ক্যাবল লাইনের পাইপটির প্রায় ১০ ফুট দীর্ঘ ৬-৭টি স্পটে ২১ ইঞ্চি করে আর্টিকুলেটেড পাইপ বেলাভূমের উপরে বের হয়ে যায়। সাগরের ঢেউয়ের তোড়ে বালুর স্তর ধুয়ে নিচ থেকে ফাইবার ক্যাবল লাইন বের হয়ে গেছে। ওই পয়েন্টে আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাল পতাকা দিয়ে সতর্কীকরণ সঙ্কেত দিয়েছে। বের হওয়া পাইপের অংশের নিচে সিমেন্ট বালুর মিশ্রণ ভর্তি এক স্তর জিও ব্যাগ দিয়ে তার উপরে আরও পাঁচ স্তর একই কায়দায় জিও ব্যাগ দিয়ে বের হওয়া আর্টিকুলেটেড পাইপ সিল করে দেয়ার কাজ শুরু হয়েছে।
×