নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৭ ডিসেম্বর ॥ পূর্বধলা উপজেলার খাগড়িয়া এলাকায় ‘হাওর এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে চমু শেখ (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চমু শেখ খাগড়িয়া এলাকার বাসিন্দা। জানা গেছে, চমু শেখ বাড়ির কাছে রেল লাইনে বসে রোদ পোহাচ্ছিলেন। সাড়ে ৯টার দিকে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী ‘হাওর এক্সপ্রেস’ শ্যামগঞ্জ রেল স্টেশনের দিকে যাওয়ার সময় কাটা পড়েন তিনি।