ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলে প্রতারক চক্রের হোতাসহ গ্রেফতার ১৫

প্রকাশিত: ২১:২৪, ২৬ ডিসেম্বর ২০২০

নড়াইলে প্রতারক চক্রের হোতাসহ গ্রেফতার ১৫

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৫ ডিসেম্বর ॥ নড়াইলে আন্তঃজেলা প্রতারক চক্রের হোতা আবু হেলাল আল মামুনসহ ১৫ জনকে গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। তিনি জানান, বৃহস্পতিবার রাতে যশোর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা প্রতারক চক্রের হোতা ১০টি মামলার আসামি আবু হেলাল আল মামুনকে (৪৫) গ্রেফতার করে ডিবি পুলিশ। মামুনের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪জনকে গ্রেফতার করা হয়। লোহাগাড়ায় বিপুল মাদকসহ ২ কারবারি গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ফেনসিডিল। গ্রেফতার করা হয়েছে ২ মাদক কারবারিকে। শুক্রবার র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার জানান, কুমিল্লা থেকে কক্সবাজারের দিকে বহন করা হচ্ছিল ফেনসিডিলের একটি চালান। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যবের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চুনতি এলাকায় মাইক্রোবাসটির গতিরোধ করে তল্লাশি চালায়। এতে বেরিয়ে আসে ৭৯১ বোতল ফেনসিডিল, যার মূল্য প্রায় ৮ লাখ টাকা। র‌্যাব সদস্যরা ওই গাড়ি থেকে আটক করে আনোয়ার হোসেন ওরফে কালু ড্রাইভার এবং আনসারুল ইসলাম নামের দুজনকে। এ দুজনেরই বাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকায়। তাদের দেখানো স্থান থেকেই ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। তিনটি বস্তায় এগুলো বহন করা হচ্ছিল। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
×