ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বড়দিনের বিশেষ টেলিফিল্মে মিম মানতাসা

প্রকাশিত: ২৩:৪৮, ২৫ ডিসেম্বর ২০২০

বড়দিনের বিশেষ টেলিফিল্মে মিম মানতাসা

সংস্কৃতি ডেস্ক ॥ মিম মানতাসা, ২০১৮ সালের লাক্স-চ্যানেল আই চ্যাম্পিয়ন। একটু একটু করেই তিনি অভিনয়ে ব্যস্ত হয়ে উঠছেন। আজ বড়দিন। বড়দিন উপলক্ষে বিশেষ টেলিফিল্ম ‘অনুধাবণ’ নির্মাণ করেছেন এই সময়ের তরুণ মেধাবী নির্মাতা প্রীতি দত্ত। গত ২২ ও ২৩ ডিসেম্বর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। এটি রচনা করেছেন দয়াল সাহা। মিম মানতাসা এতে অভিনয় করেছেন সারা চরিত্রে। মিমের বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। আজ বিকেল ৩.০৫ মিনিটে চ্যানেলে আইতে প্রচার হবে সাজ মুনতাসীর প্রযোজিত এই টেলিফিল্মটি। এতে অভিনয় প্রসঙ্গে মিম মানতাসা বলেন, ‘প্রীতি দিদির নির্দেশনায় এবারই প্রথম আমার কোন টেলিফিল্মে কাজ করা। তিনি সত্যিই অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। এর আগে মনোজ দাদার সঙ্গে কাজ করেছি। তিনিও খুব সহযোগিতা পরায়ণ। আমরা গল্পটাকে আমাদের অভিনয়ের মধ্যদিয়ে ভালভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি দর্শকের ভাল লাগবে।’ মিম মানতাসা বর্তমানে একটি ধারাবাহিক নাটকেই অভিনয় করছেন। নাটকের নাম ‘এক শ’তে এক শ’। নাটকটি পরিচালনা করছেন রাসেল-হায়াত। এটিই মিম অভিনীত প্রথম কোন ধারাবাহিক নাটক। মিম অভিনীত প্রথম নাটক ফেরদৌস হাসান পরিচালিত ‘ভবঘুরে’। এটি চ্যানেলে আইতে প্রচার হয়েছিল। এতে তার বিপরীতে অভিনয় করেন তাহসান খান। কুমার বিশ্বজিৎ’র ‘বলতে পারিনি’ গানে প্রথম কোন মিউজিক ভিডিওতে মডেল হন মিম তানতাসা। পরবর্তীতে সর্বশেষ গেল বছর ইমরানের ‘সব কথার এক কথা’ গানে মডেল হন মিম মানতাসা। মিম মানতাসার আগ্রহ আছে ভাল গল্পের সিনেমায় কাজ করার। ৮ জুলাই জন্ম নেয়া মিম’র বাবা আব্দুল আউয়াল, মা গুলশান আরা বেগম। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে মাস্টার্স করছেন মিম। সুইটি, স্নিগ্ধা, মিম ও রিফাত- এই হলো তারা তিন বোন এক ভাই। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মিম মানতাসার জন্মের দু’মাস পরই তারই প্রিয় নায়ক সালমান শাহ মারা যান। মিম যখন ম্যাচিউরড হন তখন সালমান শাহ সম্পর্কে জানতে পারেন।
×