ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাচ্চার কাশি

প্রকাশিত: ২৩:০০, ২৪ ডিসেম্বর ২০২০

বাচ্চার কাশি

* এ সময়ে ছোট ১-২ বছরের বাচ্চারা বেশ কাশছে। বুকে ঘড় ঘড় আওয়াজ হয় প্রায়ই। * প্রায় ৫০ শতাংশ বাচ্চা এ রকম অসুস্থতায় ভুগে থাকে। * বুকের ভাইরাল ইনফেকশনের ফলে সাধারণত এমনটি হয়। * কিছু চিকিৎসা লাগে যেমন, স্যালবিটামল, নাকের ড্রপ ইত্যাদি। * প্রায়ই হয়। তার মানে এটা বোঝায় না যে আপনার বাচ্চার এ্যাজমা হয়ে গেল। * ২/৩ অংশ বাচ্চা ৯ বছরের মধ্যে এ ধরনের ঘড় ঘড়ে কাশি থেকে মুক্তি পায়। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×