ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই

প্রকাশিত: ২০:৪৪, ২১ ডিসেম্বর ২০২০

রূপগঞ্জে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২০ ডিসেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে মাদকসেবীরা কাইয়ুম (৪০) নামের এক যুবককে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুল বাজার এলাকায় ঘটে এ ঘটনা। আহত কাইয়ুমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত কাইয়ুম চারিতালুক এলাকার মৃত মানিক মিয়ার ছেলে। আহত কাইয়ুম জানান, বেলা সাড়ে ১১টার দিকে যমুনা ব্যাংকের আতলাপুর শাখা থেকে এক লাখ দশ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন তিনি। ভোলাব ইউনিয়ন পরিষদের সামনের মোড়ে স্থানীয় মাদকসেবী কামরুল মিয়া, রফিকুল ইসলাম, শাকিল ওরফে শান্ডা, সজিবসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে কাইয়ুমকে আটক করে। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই কাইয়ুমের সঙ্গে থাকা ব্যাংক থেকে উত্তোলন করা এক লাখ দশ হাজার টাকা লুটে নেয়। প্রতিবাদ করতে গেলে চাপাতি দিয়ে ডান হাত ও পিঠে কুপিয়ে জখম করে। পরে পুরো শরীরের রড দিয়ে পিটিয়ে থেঁতলে দেয়। ডান পা ভেঙ্গে ফেলা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
×