ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে ৮ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

প্রকাশিত: ২০:১৫, ৩০ নভেম্বর ২০২০

সৈয়দপুরে ৮ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুশরত ধুলিয়া পঞ্চায়েতপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরের এই আগুনে ৮ পরিবারের ১৫ টিনের ও খড়ের ঘরসহ সর্বস্ব পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ১২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। গ্রামবাসী জানায়, বৈদ্যুতিক সর্টসার্কিটে আগুনের সূত্রপাত। এতে আলি হোসেন, নুরু হক, নুরুজ্জামাল, এমদাদুল হক, মাজেদুল ইসলাম, মানিকুল ইসলাম, ময়নুল ইসলাম ও অহিদা বেগমসহ ৮ পরিবারে বসতঘর, ঘরে থাকা আসবাবপত্র, মূল্যবান কাপড়চোপড়, ধান, চাল ও অর্থসহ সবকিছুই চোখের সামনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা তাদের পরণে থাকা কাপড় ছাড়া কোন কিছুই আগুনের হাত রক্ষা করতে পারেনি। হবিগঞ্জে ১৩ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ থেকে জানান, জেলার বানিয়াচংয়ের বড়বাজারে মধ্যরাতে আগুনে পুড়ে ১৩টি দোকানের কোটি টাকার ক্ষতি হয়েছে। রবিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা। তিনি জানান, ২৮ নবেম্বর মধ্যরাতে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের ১৩টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং, নবীগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ক্ষতির পরিমাণ ১ কোটি টাকার বেশি হবে। বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতা শাহিদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ডাঃ আবুল হোসেন, আলমগীর মিয়া, আব্দুস ছালাম, কালাম মিয়া, ইবনে সিনা ফার্মেসি, নাজমুল মিয়াসহ ১৩টি দোকান পুড়ে গেছে।
×