ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সান্তা আসবে...

প্রকাশিত: ২২:১০, ২৮ নভেম্বর ২০২০

সান্তা আসবে...

সামনেই বড়দিন। কিন্তু করোনা পরিস্থিতিতে কি এবার স্বাভাবিক থাকবে উৎসবের আবহ? এক শিশু ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে চিঠি লিখে জানতে চাইল সে কথা। আট বছরের মন্টি তার লেখার খাতা থেকে একটি পাতা ছিঁড়ে নিয়ে চিঠি লিখেছিল প্রধানমন্ত্রীকে। তার প্রশ্ন, এ বছর কি ‘ফাদার ক্রিসমাস’ উপহার নিয়ে আসবে? ব্রিটিশ প্রধানমন্ত্রীর ১০ নং ডাউনিং স্ট্রিটে সেই চিঠি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই চিঠির উত্তর দিয়েছেন বরিস জনসন। তিনি লিখেছেন, তোমার এই প্রশ্ন হাজার হাজার শিশুর মনে ঘুরছে। তাই আমি একটুও দেরি না করে উত্তর মেরুতে ফোন করেছিলাম। ফাদার ক্রিসমাস আসছেন। সঙ্গে আনছেন রুডলফ এবং অন্য সব বল্গা হরিণ। বরিস জনসন মন্টিকে আশ্বস্ত করেছেন, চীফ মেডিক্যাল অফিসার বলছেন, তুমি ও ফাদার ক্রিসমাস নিয়ম মেনে চললে কারও ভয়ের কোন কারণ নেই। টুইটারে মন্টির হাতের লেখা সেই চিঠি ও নিজের উত্তর পোস্ট করেছেন বরিস জনসন। মন্টি লিখেছে, আমার আট বছর বয়স। আপনি এবং সরকার আগামী বড়দিনে সান্তার আসা নিয়ে কি চিন্তাভাবনা করছেন? তার পরেই খুদের সতর্কবার্তা, ফাদার ক্রিসমাস যেন কুকিজের সঙ্গে সকলকে হ্যান্ড স্যানিটাইজারও দেন। আমি জানি আপনি খুবই ব্যস্ত। কিন্তু আপনি এবং বিজ্ঞানীরা দয়া করে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। -মেট্রো
×