ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাতের ধমনী দিয়ে এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি বিষয়ে ভার্চুয়াল সম্মেলন

প্রকাশিত: ০০:৪৬, ২২ নভেম্বর ২০২০

হাতের ধমনী দিয়ে এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি বিষয়ে ভার্চুয়াল সম্মেলন

হৃদরোগীদের এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি পায়ের ধমনীর পরিবর্তে হাতের ধমনী দিয়ে সম্পন্ন করার বিষয়ে দুই দিনব্যাপী ভার্চুয়াল সম্মেলন শেষ হয়েছে। এ সম্মেলনে বিশ্বের ১০টি দেশের রেডিয়াল ইন্টারভেনশনালিস্ট বৈজ্ঞানিক তথ্য উপাত্ত উপস্থাপন করেন এবং দেশের শতাধিক হৃদরোগ বিশেষজ্ঞ সম্মেলনে অংশগ্রহণ করেন। কোর্স পরিচালক এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মীর জামাল উদ্দিনের তত্ত্বাবধানে রাজধানীর হোটেল সোনারগাঁও-এ অনুষ্ঠিত এ সম্মেলনে উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) ডা এম এ মালিক। সম্মেলনের প্রথম দিনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে সরাসরি চার জন রোগীর হাতের ধমনী দিয়ে এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি করার প্রক্রিয়া দেখানো হয়। শেষ দিন ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার থেকে একজন রোগীর এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি করার প্রক্রিয়া দেখানো হয়। হৃদরোগীদের পায়ের ধমনী দিয়ে উক্ত প্রক্রিয়ায় অনেক সময় রোগীর জটিলতা দেখা দেয়ায় ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের হাতের ধমনী দিয়ে এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি করার আধুনিক প্রশিক্ষণে বাংলাদেশ রেডিয়াল ইন্টারভেনশনাল কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। -বিজ্ঞপ্তি
×