ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনামুক্ত রোনাল্ডো, স্বস্তি জুভেন্টাসে

প্রকাশিত: ২৩:২২, ১ নভেম্বর ২০২০

করোনামুক্ত রোনাল্ডো, স্বস্তি জুভেন্টাসে

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। স্বস্তি ফিরে এসেছে জুভেন্টাস শিবিরেও। করোনাভাইরাস থেকে যে মুক্ত হয়েছেন বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। শুক্রবার জুভেন্টাস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বিষয়টি। এক বিবৃতিতে তারা জানায়, করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। সে জন্য পর্তুগীজ সুপারস্টার রোনাল্ডোকে এখন আর আইসোলেশনে থাকতে হবে না। গত ১৩ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হন রোনাল্ডো। সেই সময় পর্তুগাল জাতীয় দলের সঙ্গে ছিলেন সিআর সেভেন। করোনা টেস্টে পজিটিভ আসার পর আইসোলেশনে চলে যান তিনি। এই সময় পর্তুগালের হয়ে একটি ম্যাচ খেলতে পারেননি সাবেক রিয়াল মাদ্রিদের এ তারকা ফরোয়ার্ড। এছাড়া জুভেন্টাসের হয়ে খেলতে পারেননি চার ম্যাচে। রোনাল্ডোর অনুপস্থিতি বেশ ভালভাবেই উপভোগ করেছে ইতালিয়ান সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। রোনাল্ডোর না খেলা চার ম্যাচের মধ্যে দল জিতেছে মাত্র একটিতে। এর মধ্যে ছিল স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচও। দলের সেরা খেলোয়াড় ছাড়াই প্রথম লেগে কাতালান ক্লাবটির বিরুদ্ধে নামতে হয়েছিল। সেই ম্যাচে হেরে যায় ইতালিয়ান জায়ান্টরা। করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পর শুক্রবার জুভেন্টাসের পক্ষ থেকে এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘আজ (শুক্রবার) ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পরীক্ষা হয়েছে। পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তার ফলে ১৯ দিন পরে সেরে উঠেছেন এবং আর বাড়িতে নিভৃতবাসে কাটাতে হবে না।’ করোনায় আক্রান্ত হওয়ার পর তেমন গুরুতর কোন লক্ষণ দেখা যায়নি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। আইসোলেশনে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন তিনি। এই সময় ভক্ত-অনুরাগীদের জন্য বিভিন্ন পোস্ট করেছেন নিজের ছবিসহ। শুধু তাই নয়, বারবার করোনায় ফল পজিটিভ আসার কারণে বিরক্তও হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা ফুটবলার। অবশেষে শান্তি বিরাজ করছে বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার মনে। করোনা মুক্ত হওয়ায় বাড়িতে আইসোলেশনে থাকার কোন বাধ্যবাধকতা আর নেই তার। পাশাপাশি খুব শীঘ্রই নিজ ক্লাব জুভেন্টাসের স্কোয়াডে যোগ দিতে পারেন ৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলার। তবে ক্রীড়াবিষয়ক গণমাধ্যম ফুটবল ইতালিয়া জানিয়েছে, নেগেটিভ হলেও দলের সঙ্গে অনুশীলনে ফেরার আগে রোনাল্ডোর শারীরিক অবস্থা যাচাই করা হবে। সে জন্য আজ তাকে কিছু মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় অংশ নিতে হবে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সময় জুভেন্টাসের হয়ে চার ম্যাচে অনুপস্থিত ছিলেন সিআর সেভেন। তাকে ছাড়া সিরি’এ লীগে ক্রোতোনে ও ভেরোনার সঙ্গে ড্র করে জুভেন্টাস। অন্যদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ডায়নামো কিয়েভের বিপক্ষে জিতলেও তুরিনের বুড়িরা হেরে গেছে বার্সিলোনার কাছে। তবে সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আজই মাঠে দেখা যেতে পারে রোনাল্ডোকে। ইতালিয়ান সিরি’এ লীগের ম্যাচে স্পেজিয়ার মুখোমুখি হবে জুভেন্টাস। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এই ম্যাচের আগে সবধরনের পরীক্ষায় ফিট হিসেবে প্রমাণিত হলেই খেলতে পারবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আগামী ৯ ডিসেম্বর ফিরতি লেগে বার্সিলোনার মুখোমুখি হবে জুভেন্টাস। সেই ম্যাচে লিওনেল মেসির বিপক্ষে রোনাল্ডোর মাঠে নামা কার্যত নিশ্চিত।
×