ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অর্থমন্ত্রীর আহ্বানে আইএফসির ইতিবাচক সাড়া

প্রকাশিত: ২২:৪৩, ১ নভেম্বর ২০২০

অর্থমন্ত্রীর আহ্বানে আইএফসির ইতিবাচক সাড়া

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনা পরবর্তী অর্থনীতি চাঙ্গা করতে আইএফসিকে বন্ড মার্কেট বিকাশে আরও সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) দেশের অবকাঠামো উন্নয়নে বড় ভূমিকা পালন করে যাচ্ছে। তবে সংস্থাটির বাংলাদেশের বন্ড ও অন্যান্য ঋণ মার্কেট বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখার সক্ষমতা রয়েছে। অর্থমন্ত্রীর আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে আইএফসি কর্তৃপক্ষ। সংস্থাটি দেশের বন্ড মার্কেট উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া কোভিড-১৯ মোকাবেলায় টিকা কিনতে আইএফসির ঋণ সহযোগিতা চেয়েছে অর্থ মন্ত্রণালয়। শনিবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে আইএফসি প্রতিনিধি দলের সঙ্গে একটি ভার্চুয়াল সভা করে অর্থ মন্ত্রণালয়। মূলত বিশ্ব ব্যাংক-আইএমএফ এর বার্ষিক সভা-২০২০ এর অংশ হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আইএফসির চীফ অপারেটিং অফিসার মিসেস স্টিফানি ফন ফ্রিডবার্গসহ অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, আইএফসির এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট আলফোনসো গার্সিয়া মোরা এবং বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার আলোচনায় অংশ নেন। আ হ ম মুস্তফা কামাল বলেন, গতবছর লন্ডন স্টক এক্সচেঞ্জে বিশ মিলিয়ন ডলার সমমূল্যের বন্ড জারি করতে আইএফসির সহায়তা এবং সহযোগিতায় বিশ্বে প্রথমবারের মতো প্রাথমিক ভিত্তিতে ৮০৭ মিলিয়ন টাকা (৯.৫ মিলিয়ন মার্কিন ডলার) সমপরিমাণ বাংলাদেশী ‘টাকা বন্ড’ চালু করা হয়েছিল। যা আগামী এক বছরে প্রায় ৮৫ বিলিয়ন টাকা (১ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যমানের বন্ডে উন্নীত করার অভিপ্রায় ব্যক্ত করেছিল আইএফসি। এটি বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত ছিল কারণ এটি আন্তর্জাতিক বাজারে জারি করা প্রথম বাংলাদেশী টাকা বন্ড। পরবর্তীতে করোনার কারণে এটি কিছুটা স্তিমিত হয়ে গেলেও আশা করা যায় এখন আবার আইএফসি এ খাতটি সমৃদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। অর্থমন্ত্রী বলেন, আইএফসি বাংলাদেশকে সহযোগিতা বাড়ানোর জন্য বিশেষত মহামারী দ্বারা আক্রান্ত হওয়া বেসরকারী খাতকে প্রণোদিত করার আহ্বান জানানো যাচ্ছে। পাশাপাশি আইএফসিকে সুদের হার হ্রাস করার অনুরোধ করা হয় যাতে, বেসরকারী খাত স্বল্প সময়ের মধ্যেই প্রত্যাবর্তন করতে পারে। বাংলাদেশের ফিক্সড ইনকাম সিকিউরিটিজ বিশেষ করে বন্ড মার্কেট উন্নয়নের জন্য তিনি আইএফসির সহযোগিতা প্রত্যাশা করেন। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনও আশ্বস্ত করে যে বাংলাদেশের বিষয়গুলো অবশ্যই ইতিবাচকভাবে দেখা হবে। সভার শুরুতে অর্থমন্ত্রী বাংলাদেশের বেসরকারী খাতে অব্যাহত সহযোগিতার মাধ্যমে সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আইএফসির অবদানের প্রশংসা করেন। এছাড়া কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবেলায় সদস্য দেশগুলোকে ৮ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেয়ার সাম্প্রতিক উদ্যোগের জন্যও ধন্যবাদ জ্ঞাপন করেন।
×